শরীয়তপুরে ছাত্রদলের উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ
শরীয়তপুরে ছাত্রদল নেতা-কর্মীদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা সাইফুল শেখের বিরুদ্ধে।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকার বিতারিত হওয়ার পর থেকেই শরীয়তপুরের বিভিন্ন জায়গায় রাতের অন্ধকারে মাস্ক পরিহিত অবস্থায় মিছিল করছে স্বৈরাচার আওয়ামীলীগের সন্ত্রাসীরা। এরই ধারাবাহিকতায় ছাত্র-জনতার তোপের মুখে ১০ মে আওয়ামীলীগের সকল কার্যক্রম নিষিদ্ধে ঘোষনা করেছে,অর্ন্তবর্তী সরকার।
স্থানীয় সূত্রে জানাযায়, আওয়ামীলীগের সকল কার্যক্রম নিষিদ্ধের সূত্র ধরে রবিবার রাত সাড়ে আটটার দিকে, ইউসুফ শেখের ছেলে, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা সাইফুল শেখের নেতৃত্বে ৮/১০ জন, শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের পশ্চিম পাশের গেটের সামনে, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহিন ঢালী, ছাত্রদল কর্মী মিঠু হাওলাদারসহ দাঁড়িয়ে থাকা ছাত্রদল নেতা-কর্মীদের লক্ষ্য করে, ককটেল বিস্ফোরণ ঘটাায়। এসময় ছাত্রদল নেতাকর্মী ও স্থানীয়দের ধাওয়া খেয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা পালিয়ে যায় বলে জানায় স্থানীয়রা, এসময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায়,কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহিন ঢালী।ছাত্রদল নেতা-কর্মীদের উপর ককটেল বিস্ফোরনের ঘটনায় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে,তারা সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়।এঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি রাশেদ খান মেনন বলেন আমরা জেলা ছাত্রদলের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিয়েছি।
এবিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হেলাল উদ্দিন বলেন, ককটেল বিস্ফোরণের কথা শুনে ঘটনাস্থলে আমাদের ফোর্স পাঠিয়েছি, সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।